জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চতর শিক্ষা ২০২০ ,ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে সম্পন্ন । 950 0
জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চতর শিক্ষা বৃত্তি ২০২০ ,ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে সম্পন্ন ।
জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার দিনব্যাপী উচ্চতর শিক্ষা বৃত্তি ২০২০ শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে স্বরণকালের অন্যতম অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সংরক্ষিত মহিলা আসন ১৪ সংসদ সদস্য রম্নমানা আলী টুসি, গাজীপুর সংরক্ষিত মহিলা আসন ১৩ সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. আখতার উজ্জামান, জাতীয় বিশ্ব বিদ্যালয় উপাচার্য ড. মো. হারম্নন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. এম.এ মাননান, ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি, গাজীপুর এর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ওমর জাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন (বিপিএম,পিপিএম বার), গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম,শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আফাজ হোসেন, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম)।
এই মহতি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিক্ষানুরাগী ইতিমধ্যে যার খ্যাতি গাজীপুর তথা সারা বাংলাদেশে ছড়িয়েছে পড়েছে গাজীপুবাসীর আস্থার প্রতীক জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজীপুর সিটি কপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি দরিদ্র ও কৃতি ছাত্র-ছাত্রীদের উচ্চতর শিক্ষার জন্য ২০১৭ সাল থেকে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন এর মাধ্যমে শিক্ষা বৃত্তি কার্যক্রম শুরম্ন করেন।
জাহাঙ্গীর শিক্ষা ফাউন্ডেশ সূত্র জানায় আজকের অনুষ্ঠানের প্রথম ধাপে উচ্চতর শিক্ষা জন্য ২ হাজারের অধিক ছাত্র-ছাত্রীদের এ বৃত্তি প্রদান করা হবে। এর আগে ২৩ হাজারের অধিক ছাত্র- ছাত্রীদের মাঝে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়েছে। আজকের অনুষ্ঠানে ছাত্র- ছাত্রী ও অতিথিসহ ৩০ হাজার লোকের আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগরের ৫৭ টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতি বছরে একবার করে অনার্স ও মাস্টার্স এর ছাত্র-ছাত্রীদের মাঝে এ ভিত্তি প্রদান করা হয়ে থাকে। জানাগেছে, এ পর্যন্ত্ম আনুমানিক ৪১ হাজারেরও বেশী ছাত্র- ছাত্রী জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করেছেন। উপ মহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সনু নিগম সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন।